দুধ চুরির অভিযোগে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে দুধ চুরির অভিযোগে রাসেল (২০) নামের এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় দোকান মালিক ও এক কর্মচারীকে আটক করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারের একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল নগরের আইসফ্যাক্টরি রোডে ভাড়া বাসায় থাকতেন। তিনি নেত্রকোনা জেলার আফাজ উদ্দিনের ছেলে। আটক দুজন হলেন- দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুস।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে একটি দোকানের গোডাউন থেকে গুঁড়ো দুধ ও চা-পাতা চুরির অভিযোগে দোকান কর্মচারী রাসেলকে বেধড়ক মারধর করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় পিটুনিতে রাসেল মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ সময় দোকান মালিক আরমান ও ওই দোকানের আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়।’
এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আবু আজাদ/এফআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সংঘর্ষে মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কর্তৃপক্ষের
- ২ ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার
- ৩ নাগরিক অধিকার ও নিজ বাড়িতে ফিরতে চাই: তুরিন আফরোজের মা
- ৪ মোল্লা কলেজ ভাঙচুর, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
- ৫ বিকেল ৪টা পর্যন্ত রিকশাচালকদের অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার