ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় বাংলাদেশের নিন্দা

প্রকাশিত: ০৬:৫১ এএম, ১২ জুলাই ২০১৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও অনতিবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়, আরব বিশ্বে শান্তি  প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতিসংঘের যে পরিকল্পনা আছে তাতে বাংলাদেশের পূর্ণ আস্থা রয়েছে। হানাহানি বন্ধে বাংলাদেশ সবপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি সমস্যা নিরসনে সংলাপে বসার আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেমে এবং তার রাজধানীতে পূর্ণ স্বাধীনতা থাকতে হবে।