ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শনাক্ত বিবেচনায় ৭৩ শতাংশ করোনা রোগী সুস্থ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ সময় করোনা রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ২৩ শতাংশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগে ২৪ ঘণ্টায় সুস্থ দুই হাজার ৫১ জনের মধ্যে সর্বাধিক সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে এক হাজার ১৫৩ জন। একই সময়ে সর্বনিম্ন ২৫ জন সুস্থ হয়েছেন বরিশাল বিভাগে।

রাজশাহী বিভাগে ৩৮২ জন, চট্টগ্রামে ২৫৭ জন, খুলনায় ১৮১ জন, সিলেট বিভাগে ৪২ জন ও রংপুরে ১১ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে কোনো করোনা রোগী সুস্থ হননি। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৪ হাজার ৩৮৬ জন।

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৫ ও নারী সাতজন। ৩২ জনেরই মৃত্যু হয় হাসপাতালে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯১৩ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৫টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৫৮৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৬৭ জন।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৪৭ হাজার ৩৭২ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি।

এমইউ/বিএ/জেআইএম