ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড অপসারণে আজও মাঠে ডিএনসিসির টিম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপ সাইন, প্রজেক্ট সাইন অপসারণে আজ বৃহস্পতিবারও অভিযানে মাঠে নেমেছে ডিএনসিসির অভিযান পরিচালনাকারী টিম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুলশান ২ নম্বর, বনানী ১১ নম্বর রোড এবং প্রগতি সরণি এলাকায় এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

এর আগে গতকাল বুধবার একই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বুধবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালনায় গুলশান বনানী ও প্রগতি সরণিতে প্রায় ৬২০টি অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।

এছাড়া স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা, ট্রেড লাইসেন্স না থাকা এবং অন্যান্য অপরাধে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এএস/এসআর/জেআইএম