ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছয় ঘণ্টার মধ্যেই অপহৃত শিশুকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর রামপুরা এলাকা থেকে তামিম মাঝি নামে ১১ মাসের এক শিশুকে অপহরণের ছয় ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় মারুফা (৩৫) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গত রোববার (১৩ সেপ্টেম্বর) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার এবং মারুফাকে গ্রেফতার করা হয়। তামিম মাঝি রামপুরা থানার পূর্ব রামপুরার জামতলা কমিশনার গলির মো. মান্নান মাঝির ছেলে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ফকির জাগো নিউজকে জানান, রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় পূর্ব রামপুরার বাসা থেকে শিশু তামিম মাঝিকে নিয়ে পালিয়ে যায় অপহরণকারী।

শিশুটির বাবা বিষয়টি নিয়ে দ্রুত রামপুরা থানা পুলিশের শরণাপন্ন হন। থানা পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে শিশুটিকে উদ্ধার করতে অভিযান শুরু করে।

অভিযানকালে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে পল্লবীর ১৬ নং রোডের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সেই মামলায় গ্রেফতারকৃত মারুফাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অপহৃত শিশুকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এইচএ/পিআর