ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনাভাইরাস : একদিনে সুস্থতার হার বেড়েছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০

রাজধানীসহ সারাদেশে করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নেয়া রোগীদের সুস্থতার হার আরও বৃদ্ধি পেয়ে ৭১ দশমিক ৩০ শতাংশে উন্নীত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা দুই হাজার ৩৭২ জন।

দেশের আট বিভাগের মধ্যে সর্বাধিক সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ১ হাজার ৪০১ জন। একই সময়ে সর্বনিম্ন ৩৫ জন সুস্থ হন ময়মনসিংহ বিভাগে। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দুই লাখ ৪০ হাজার ৬৪৩ জন।

১৩ সেপ্টেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ৪৬৪ এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে মাত্র ৩৫ জন সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা অন্যান্য বিভাগের রোগীদের মধ্যে চট্টগ্রামে ২৪৯, রংপুরে ৬১, খুলনায় ৩০০, বরিশালে ৪০ এবং রাজশাহী বিভাগে ১৭৯ জন এবং সিলেট বিভাগে ১০৭ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৬ জন। ৩৪ জনের মধ্যে হাসপাতালে ২৮ জন ও বাড়িতে ৩ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭৩৩ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১২ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৯৯টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৭৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৭ হাজার ৫২০ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি।

এমআরএম/পিআর