মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি চালকদের
সিএনজি অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কেবল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মালিকদের বিরুদ্ধে যতযত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে নূর হোসেন নামের এক চালক।
সোমবার রাজধানীর ঢাকা ক্লাবের সামনে বিআরটিএর নির্বাহী মেজিস্ট্রেট কেএম আল-আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাছে এই অভিযোগটি করেন তিনি।
এসময় নূর হোসেন অভিযাগে করেন বলেন, গাড়ির মালিকরা তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার কারণেই তাদেরও যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত টাকা নিতে হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা মিটার অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নিতে চাই। কিন্তু মালিকপক্ষ আমাদের কাছ থেকে অনেক বেশি ‘জমা’ আদায় করে। দৈনিক ৯শ` টাকা জমার কথা সরকার থেকে বলা হলেও মালিকরা আমাদের কাছ থেকে এখনো ১৪শ` টাকা করে আদায় করছে।’
তিনি বলেন, ‘আমরা আছি মহাবিপদে। মিটারে না চললে মোবাইল কোর্ট জরিমানা করে। আবার মালিক জমার টাকা বেশি নেয়। তাহলে আমাদের কামাই কী থাকে। তাই কোনো উপায় না দেখে নিজের থেকে এখানে আসছি অভিযোগ দিতে।’
শুধু ড্রাইভারদের জরিমানা না করে, মালিকদের বিরুদ্ধেও যেন যথাযথ ব্যবস্থা নেয়া হয় এটাই দাবি তার।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত বিআরটিএর (আদালত- ৫) নির্বাহী মেজিস্ট্রেট কেএম আল-আমীন বলেন, ‘সিএনজি মালিকরা বাড়তি ভাড়া নিচ্ছে বলে একজন চালক অভিযোগ করেছেন। তার অভিযোগ গ্রহণ করেছি এবং এর সত্যতা যাচাই করা হবে। তার অভিযোগ আমরা বিআরটিএ কে দেবো, তারাই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
তিনি জানান, সিএনজিটির (১৩-৪৫১১) কাগজপত্র জব্দ করা হয়েছে। তবে চালক ও সিএনজি ছেড়ে দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে সিএনজির মালিক মো. হারুনকে (হারুন হুজুর) বিআরটিএ তে এসে দেখা করার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন বলেন, ‘মালিকদের যদি সরকারি নিয়ম অনুযায়ী ৯শ` টাকা জমা নিতে বাধ্য করা যায় তাহলে চালকেরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেবে না। আমি চালকদের সঙ্গে কথা বলে দেখেছি, ৯০ শতাংশ চালক এই নিয়মে সন্তুষ্ট। তবে দু’একজন এতেও আপত্তি করেছে।’
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪টি মামলা এবং ৮হাজার ৭শ` টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ে শিকড় পরিবহনের একাধিক বাসেকে জরিমানা করা হয়। এছাড়া বাসের ছাদে করে ভ্রমণের অভিযোগে দু’জনের বিরুদ্ধে ১৩৭ ধারায় মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এএম/একেডি
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক