ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শক্তি নেই বোধ আছে, শনিবার পর্যন্ত এইচডিইউতেই থাকবেন ওয়াহিদা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের মাথার সেলাই আগামী শনিবার কাটা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা। সে পর্যন্ত তাকে হাসপাতালের এইচডিইউতেই (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) রাখা হবে।

বুধবার ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা নিয়ে এ কথা জানান রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

তিনি বলেন, আগামী শনিবার ইউএনও ওয়াহিদার মাথার সেলাই না কাটা পর্যন্ত তাকে এচইডিইউতে রাখা হবে। তার ডান পাশটা অবশ অবস্থায় আছে। এছাড়া, সার্বিকভাবে সবকিছু প্রায় স্বাভাবিক রয়েছে। তার পূর্ণ জ্ঞান রয়েছে, পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। তাকে স্বাভাবিক খাবার দেয়া হচ্ছে বলেও জানান ডা. বদরুল।

হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন জানান, ওয়াহিদার ডান পাশে শক্তি নেই, কিন্তু বোধ আছে। চিমটি কেটে ব্যথা দিলে বুঝতে পারেন, স্পর্শ করলে বুঝতে পারেন। কিন্তু হাতের কোনো শক্তি নেই, হাত নাড়াতে পারেন না। অবস্থার উন্নতিতে ফিজিওথেরাপি চলছে। ফিজিওথেরাপি চলার পর কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বুঝা যাবে।

গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টা-সাড়ে ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা

পরদিন সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। এ হামলার ঘটনায় ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট থানায় মামলা করেন।

গত শুক্রবার দিনভর অভিযান চালিয়ে এ ঘটনায় ছয়জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন- ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) জাহাঙ্গীর আলম (৪২), উপজেলা যুবলীগের সদস্য (বহিষ্কৃত) আসাদুল হক (৩৫), শিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দক্ষিণ দেবীপুর গ্রামের গোলাম মোস্তফা আদুর ছেলে মাসুদ রানা (৪০), নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ (৩৮), চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে রংমিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকার ছেলে সান্টু চন্দ্র দাস(২৮)। পরে আসাদুল হক, নবিরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাস র‍্যাবের কাছে ইউএনওর ওপর হামলার দায় স্বাকীর করেন।

র‍্যাব জানায়, প্রাথমিক স্বীকারোক্তিতে তারা চুরির উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদা খানমের বাসায় যান বলে জানিয়েছেন। এদের মধ্যে নবিরুল ইউএনও ওয়াহিদা খানমের মাথায় আঘাত করেন। আসামিদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।

এআর/এমএসএইচ/এমকেএইচ

টাইমলাইন

  1. ০৫:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি
  2. ০১:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ ক্রমেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ইউএনও ওয়াহিদার
  3. ০২:৪০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউএনওর ওপর হামলার তদন্ত চলছে : আইজিপি
  4. ০১:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০ শক্তি নেই বোধ আছে, শনিবার পর্যন্ত এইচডিইউতেই থাকবেন ওয়াহিদা
  5. ০৩:৫৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ ‘ইউএনওর বাসায় চুরির ঘটনা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি’
  6. ১২:৫২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, খাচ্ছেন তরল খাবার
  7. ১২:২৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার অবস্থার কিছুটা উন্নতি
  8. ০৭:৪৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে প্রচার হতাশাব্যঞ্জক
  9. ১২:৩১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই : স্বাস্থ্যমন্ত্রী
  10. ১১:২১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর হামলাকারী আসাদুলকে আদালতে তোলা হবে আজ
  11. ০৯:৩৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলার ঘটনায় আরও ৩ জন আটক
  12. ০৮:৩০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও'র ওপর হামলা, ২ আসামি সাতদিনের রিমান্ডে
  13. ০৫:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা ‘চুরির ঘটনা নয়, পরিকল্পিত আক্রমণ’
  14. ০৪:৩৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদা কথা বলছেন, ডান হাত-পা উঠাতে পারছেন না
  15. ০৪:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার বাবার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড
  16. ০৩:৩৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  17. ১২:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা : প্রধান আসামি আসাদুল হাসপাতালে ভর্তি
  18. ০৯:৩৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা আমাদের যে বার্তা দেয়
  19. ১০:০৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিতে ডিজিকে চিঠি
  20. ০৭:৪৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ‘চুরির উদ্দেশ্যে’ ইউএনও ওয়াহিদার ওপর হামলা
  21. ০৬:৩১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় ৩ জনের দায় স্বীকার
  22. ০৫:১৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হবে : নৌপ্রতিমন্ত্রী
  23. ০৩:৪৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ শঙ্কামুক্ত না হলেও ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি
  24. ০৩:৩০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা : জাহাঙ্গীর-আসাদুল যুবলীগ থেকে বহিষ্কার
  25. ১২:৩২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদার
  26. ০৮:৩২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী গ্রেফতার
  27. ১২:৫৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার আট টুকরা হাড় জোড়া দিয়েছেন চিকিৎসকরা
  28. ১২:০৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ রংপুরে ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের নির্দেশ
  29. ১১:৩৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও ওয়াহিদার, রাখা হয়েছে পর্যবেক্ষণে
  30. ১০:৫৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
  31. ০৯:১৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা খানম
  32. ০৮:১৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে নিয়োগ হচ্ছে আনসার
  33. ০৭:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলাকারীরা পিপিই ও মাস্ক পরা ছিল
  34. ০৭:২৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী কম বয়সী দু’জন
  35. ০৭:১২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইউএনও ওয়াহিদা
  36. ০৭:০২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদাকে বিদেশ নেয়া সম্ভব নয়
  37. ০৬:৪৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওকে কুপিয়ে রক্তাক্ত, ঘটনার বর্ণনা দিলেন মুক্তিযোদ্ধা বাবা
  38. ০৬:২৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ নিউরোসায়েন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
  39. ০৫:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ও তার বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় নৈশপ্রহরী আটক
  40. ০৫:৪০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, রাতে অস্ত্রোপচার
  41. ০২:৪০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ খুব দ্রুত জানা যাবে কারা ইউএনওর ওপর হামলা করেছেন
  42. ০১:১৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে আহত ইউএনও ওয়াহিদা খানম
  43. ১২:০০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম