ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্রমিক কল্যাণ তহবিলে ৯ কোটি ১৬ লাখ টাকা দিল বিএটি বাংলাদেশ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৯ কোটি ১৬ লাখ টাকা অনুদান দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

বিএটি বাংলাদেশের পক্ষ চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানের হেড অব হিউম্যান রিসোর্স সাদ জসিম, হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স শেখ শাবাব আহমেদ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা আদ্রিতা দত্ত ও আখতার আনোয়ার খান।

এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন এনডিসিসহ অন্যান্য কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠনের পর থেকে একটি সচেতন ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে নিয়মিতভাবে জমা দিয়ে আসছে।

গত ১০ বছরে এই তহবিলে সর্বমোট ৫৮ কোটি ১৫ লাখ ৪১ হাজার ১৭০ টাকা প্রদান করেছে বিএটি বাংলাদেশ। এখন পর্যন্ত তহবিলে মোট জমা হওয়া অনুদানের প্রায় ১৫ শতাংশ অর্থ এককভাবে প্রদান করেছে বিএটি বাংলাদেশ।

বিএ/এমকেএইচ