হটলাইনে ফোন কলের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে
স্বাস্থ্য অধিদফতরের হটলাইনে ফোন কলের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসার ব্যাপারে সহায়তায় রোববার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত সর্বমোট ফোন কলের সংখ্যা দুই কোটি ৫১ লাখ ২২৯।
রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সর্বমোট দুই কোটি ৫১ লাখ ২২৯ ফোন কলের মধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ৮৮ লাখ ৪৩ হাজার ৪২৩, ৩৩৩-তে এক কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৪৩৭ এবং আইইডিসিআর-এ (১০৬৫৫) তিন লাখ ২০ হাজার ৩৬৯।
গত ২৪ ঘণ্টায় হটলাইনে আগত ফোন কলের সংখ্যা ৫০ হাজার ৭২৪। এর মধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ৯ হাজার ৭২০, ৩৩৩-তে ৪০ হাজার ৭৩৯ এবং আইইডিসিআর-এ (১০৬৫৫) ২৬৫।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন পাঁচ হাজার ২০৭ এবং এ পর্যন্ত সেবা গ্রহণকারীর সংখ্যা তিন লাখ চার হাজার ৪২ জন।
এমইউ/এএইচ/এমএস