ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিতে ডিজিকে চিঠি
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের (ডিজি) কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ডিজির কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়।
গত বুধবার (২ সেপ্টেম্বর) সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নিল সরকার।
গত বছরের ৩১ আগস্টের মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে ডিজির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের পত্রে উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সদয় নির্দেশনা প্রদান করা হয়েছে। ওই নির্দেশনার আলোকে বাস্তবতার নিরিখে প্রতি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক অঙ্গীভূত সশস্ত্র আনসার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এমতাবস্থায় প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনে নিরাপত্তা দিতে প্রয়োজনীয় সংখ্যক অঙ্গীভূত সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় আনসারের মহাপরিচালককে।
গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সরকারি বাসভবনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের মাথায় মাথায় হাতুরি দিয়ে আঘাত করা হয়েছে। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুরে একটি ক্লিনিকে আইসিইউতে নেয়া হয়। সেখানে থেকে বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে করে অচেতন ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাতে তার মাথায় অস্ত্রোপচার হয়। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসাধীন ইউএনওকে হাসপাতালে দেখতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘ডিসি সম্মেলনে একটা দাবি ছিল যে, ইউএনওদের জন্য নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও জোরদার করতে পারি। সেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনেও আছে। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও জননিরাপত্তা সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। অর্থ সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আমাদের ইউএনওদের বাড়িতে পাহারা দেয়ার মতো যাতে আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ করা হয়, সে বিষয়টা আমরা নিশ্চিত করতে যাচ্ছি।’
আরএমএম/এসআর/পিআর
টাইমলাইন
- ০৫:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদাকে ওএসডি, স্বামীকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি
- ০১:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০ ক্রমেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ইউএনও ওয়াহিদার
- ০২:৪০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইউএনওর ওপর হামলার তদন্ত চলছে : আইজিপি
- ০১:৫২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২০ শক্তি নেই বোধ আছে, শনিবার পর্যন্ত এইচডিইউতেই থাকবেন ওয়াহিদা
- ০৩:৫৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ ‘ইউএনওর বাসায় চুরির ঘটনা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি’
- ১২:৫২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, খাচ্ছেন তরল খাবার
- ১২:২৩ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার অবস্থার কিছুটা উন্নতি
- ০৭:৪৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে প্রচার হতাশাব্যঞ্জক
- ১২:৩১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই : স্বাস্থ্যমন্ত্রী
- ১১:২১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর হামলাকারী আসাদুলকে আদালতে তোলা হবে আজ
- ০৯:৩৮ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলার ঘটনায় আরও ৩ জন আটক
- ০৮:৩০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও'র ওপর হামলা, ২ আসামি সাতদিনের রিমান্ডে
- ০৫:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা ‘চুরির ঘটনা নয়, পরিকল্পিত আক্রমণ’
- ০৪:৩৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদা কথা বলছেন, ডান হাত-পা উঠাতে পারছেন না
- ০৪:১৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার বাবার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইজড
- ০৩:৩৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ১২:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা : প্রধান আসামি আসাদুল হাসপাতালে ভর্তি
- ০৯:৩৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা আমাদের যে বার্তা দেয়
- ১০:০৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার নিয়োগ দিতে ডিজিকে চিঠি
- ০৭:৪৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ‘চুরির উদ্দেশ্যে’ ইউএনও ওয়াহিদার ওপর হামলা
- ০৬:৩১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় ৩ জনের দায় স্বীকার
- ০৫:১৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার হবে : নৌপ্রতিমন্ত্রী
- ০৩:৪৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ শঙ্কামুক্ত না হলেও ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি
- ০৩:৩০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলা : জাহাঙ্গীর-আসাদুল যুবলীগ থেকে বহিষ্কার
- ১২:৩২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদার
- ০৮:৩২ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী গ্রেফতার
- ১২:৫৬ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার আট টুকরা হাড় জোড়া দিয়েছেন চিকিৎসকরা
- ১২:০৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২০ রংপুরে ইউএনওদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের নির্দেশ
- ১১:৩৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও ওয়াহিদার, রাখা হয়েছে পর্যবেক্ষণে
- ১০:৫৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ওয়াহিদা খানমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
- ০৯:১৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা খানম
- ০৮:১৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে নিয়োগ হচ্ছে আনসার
- ০৭:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওর ওপর হামলাকারীরা পিপিই ও মাস্ক পরা ছিল
- ০৭:২৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার ওপর হামলাকারী কম বয়সী দু’জন
- ০৭:১২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ইউএনও ওয়াহিদা
- ০৭:০২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদাকে বিদেশ নেয়া সম্ভব নয়
- ০৬:৪৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনওকে কুপিয়ে রক্তাক্ত, ঘটনার বর্ণনা দিলেন মুক্তিযোদ্ধা বাবা
- ০৬:২৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ নিউরোসায়েন্সে জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
- ০৫:৪৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ও তার বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় নৈশপ্রহরী আটক
- ০৫:৪০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ ইউএনও ওয়াহিদার অবস্থা সংকটাপন্ন, রাতে অস্ত্রোপচার
- ০২:৪০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ খুব দ্রুত জানা যাবে কারা ইউএনওর ওপর হামলা করেছেন
- ০১:১৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে আহত ইউএনও ওয়াহিদা খানম
- ১২:০০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০ সরকারি বাসভবনে ঢুকে বাবাসহ ইউএনওকে কুপিয়ে জখম