২৪ ঘণ্টায় সুস্থ ৬৭.২২% করোনা রোগী
রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ হওয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দুই হাজার ২১১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৬ হাজার ১৯১ জন।
এর আগের ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৯৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ। এরও আগের ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৮৩৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিল ৬৬ দশমিক ৪৬ শতাংশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ২১১ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ১০৫ জন, চট্টগ্রামে ৩৭২ জন, রংপুরে ৮১ জন, খুলনায় ১৯১ জন, বরিশালে ৭০ জন, রাজশাহীতে ১৩৮ জন, সিলেটে ১৭৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮০ জন সুস্থ হন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মারা গেছেন আরও ২৯ জন। এদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী সাতজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪১২ জনে।
করোনায় আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর দাঁড়াল তিন লাখ ২১ হাজার ৬১৫ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২১১ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন দুই লাখ ১৬ হাজার ১৯১ জন।
এমইউ/এসআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিজয় দিবস সার্বভৌমত্ব রক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণে শপথের দিন
- ২ বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে সতর্ক অবস্থানে র্যাব
- ৩ আত্মগোপনে থাকা সাবেক এমপি নদভী গ্রেফতার
- ৪ প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৫ হজযাত্রী নিবন্ধনের সময় শেষ, মঙ্গলবারও টাকা জমা দেওয়া যাবে