ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্লগার ও বিদেশি হত্যা : সম্ভাবনার আকাশে কালো মেঘ

প্রকাশিত: ১২:২৩ পিএম, ০১ নভেম্বর ২০১৫

স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভর করে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আকাশে কালো মেঘ ভর করেছে বলে আশঙ্কা করছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সম্প্রতি ব্লগার ও বিদেশি হত্যাকাণ্ডের ইঙ্গিত করে প্রতিমন্ত্রী এ আশঙ্কা করেছেন।
 
রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ‘প্রাণোদ্দীপ্ত বাংলাদেশ: স্থিতিশীলতা ও সম্ভাবনার অর্থনীতি’ শীর্ষক টাইম সিরিজ তথ্যভিত্তিক পুস্তিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তাব্যে এসব কথা বলেন তিনি ।
 
তিনি বলেন, সোর্পাজিত-কষ্টার্জিত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে শুরু করেছি তখন জাতির আকাশে কালো মেঘ ভর করেছে। এর প্রভাব অবশ্যই পড়বে। নিজেদের সৃজনশীল প্রতিভাকে কাজে লাগিয়ে এ ভয়ংকর সম্ভাবনাকে প্রতিহত করতে হবে।
 
এম এ মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংক এক ভয়ঙ্কর সম্ভাবনার দিকে এগিয়ে চলছে। গ্রামের মানুষকে ব্যাংকিংয়ের আওতায় আনা বাংলাদেশ ব্যাংকের একটি অন্যতম সাফল্য। আমি ব্যাংকগুলোকে বলব যেখানে বাজারে আছে সেখানে শাখা খুলুন। অন্তত এটিএম বুথ চালু করেন।
 
সভাপতির বক্তাব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিরউর রহমান বলেন, গত এক যুগ ধরে প্রায় ৬ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে চলছে। প্রবৃদ্ধির উত্থান-পতন ছিলো কম, মাত্র শূন্য দশমিক ৪০ শতাংশের মতো। যা স্থিতিশীল অর্থনীতি ইঙ্গিত করে।
 
চলতি অর্থবছরে আমরা প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে বাড়াতে চাই। এজন্যে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ। আর বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে তাদের বিনিয়োগে আকর্ষণ করতে হবে।
 
আতিউর রহমান বলেন, বইটিতে মূলত এক নজরে বাংলাদেশের অর্থনীতি তুলে ধরা হয়েছে। এ বইটি বাংলাদেশের অর্থনীতির নেতিবাচক প্রচারণার জবাব দেবে, পাশাপাশি বিভ্রান্তি ও হতাশা থেকেও রক্ষা করবে। একই সঙ্গে আমাদের দুর্বলতা ও সতর্ক হবার স্থানগুলো চিহ্নিত হয়েছে।
 
বইটির লেখক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল স্বাগত বক্তাব্যে বলেন, এ বইটি বাংলাদেশরের অর্থনীতির সংক্ষিপ্ত সার হিসাবে কাজ করতে সক্ষম হবে। বিদেশিরা বাংলাদেশের অর্থনীতি জানতে চাইলে এ বইটি তুলে দিলেই বুঝতে পারবে, বাংলাদেশের অর্থনীতি কতো এগিয়েছে।
 
বইতে তিনি উল্লেখ করেছেন, কৃষিখাত এখনও অবহেলিত। এ খাতকে তুলে আনতে পারলে দেশের অর্থনীতি আরও জোরালো ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, এসকে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান প্রমুখ।
 
এসআই/এসকেডি/আরআইপি