ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মোট মৃতের ৫০ শতাংশই ষাটোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:১১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত সারাদেশে (১ সেপ্টেম্বর ) ভাইরাসটিতে মোট ৪ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৩৮৫ (৭৮ দশমিক ৪৩ শতাংশ) এবং নারী ৯৩১ জন (২১ দশমিক ৫৭ শতাংশ)।

করোনায় মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতের প্রায় ৫০ শতাংশই (৪৯ দশমিক ৪৪ শতাংশ) ষাটোর্ধ্ব। সবচেয়ে কম মৃত্যুবরণ করেছে ১০ বছরের কম বয়সীরা। মাত্র শূন্য দশমিক ৪৪ শতাংশ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছর বয়সী ১৯ জন (শূন্য দশমিক ৪৪ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৩৬ জন (শূন্য দশমিক ৮৩ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১০৫ জন (দুই দশমিক ৪৩ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৬৩ জন (৬ দশমিক শূন্য ৯ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৫৭৭ জন (১৩ দশমিক ৩৭ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী এক হাজার ১৮২ জন (২৭ দশমিক ৩৯ শতাংশ) এবং ৬০ বছরের বেশি বয়সী ২ হাজার ১৩৪ জনের (৪৯ দশমিক ৪৪ শতাংশ) মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব পাঁচ এবং ষাটোর্ধ্ব ২৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৫০ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৪ হাজার ৯৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ আট হাজার ১৭৭ জনে।

এমইউ/এফআর/পিআর