ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি করোনা রোগী সুস্থ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৯ আগস্ট ২০২০

রাজধানীসহ দেশের সব বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজারের বেশি রোগী সুস্থ হয়েছেন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ। এ নিয়ে আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত তিন লাখ ৮ হাজার ৯২৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা দুই হাজার ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২১১ জন, চট্টগ্রামে ৪০১, রংপুরে ৮২, খুলনায় ৭৯, বরিশালে ৪৪, রাজশাহীতে ১৪৪, সিলেটে ৬২ এবং ময়মনসিংহে চারজন।

দেশে বর্তমানে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৮টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত দুই হাজার ১৩১ জন নতুন রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮ হাজার ৯২৫ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ছয়জন।

এমইউ/এসআর/এমএস