ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাহাত খানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:২৫ এএম, ২৯ আগস্ট ২০২০

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় ইস্কাটন গার্ডেনের বাসায় মারা যান তিনি। তার স্ত্রী অপর্ণা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাতে বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মরদেহ। আগামীকাল (শনিবার) বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। তবে কখন করা হবে সে সময় এখনও ঠিক হয়নি।

বিশিষ্ট এ সাংবাদিক ও সাহিত্যিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতারা ও বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠনসহ বিশিষ্টজনরা।

যারা শোক জানিয়েছেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ।

এমইউ/এফআর