ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একদিনে কোন বিভাগে কত রোগী সুস্থ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৮ আগস্ট ২০২০

রাজধানীসহ দেশের সকল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত তিন হাজার ৩৭৮ জন রোগী সুস্থ হয়েছেন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে ২৮ আগস্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট তিন লাখ ৬ হাজার ৭৯৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।

তিন হাজার ৩৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯৮৯ জন, চট্টগ্রামে ৬৭৭ জন, রংপুরে ১২১ জন, খুলনা ১২৮ জন, বরিশাল ৭৮ জন, রাজশাহী ৯৯ জন, সিলেট ২৪১ জন এবং ময়মনসিংহে ৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২১১ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৫ জন। এদের মধ্যে হাসপাতালে ৪৪ জন ও বাড়িতে তিনজন মারা যায়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ১৭৪ জনে।

এমআরএম/জেআইএম