করোনা শনাক্তে পিসিআর পরীক্ষাগার চালু করছে গণস্বাস্থ্য
করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরটি পিসিআর পরীক্ষা কার্যক্রম চালু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আগামীকাল শনিবার (২৯ আগস্ট) এটি উদ্বোধন করা হবে।
গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র বলছে, শনিবার বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘কোভিড-১৯ রুগীদের জন্য আরটি পিসিআর পরীক্ষা’ কার্যক্রম উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত থাকবেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগী সংগঠন গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লিমিটেডের সার্বিক সহায়তায় একটি অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করার কাজ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে করোনাভাইরাসে আক্রান্তদের আরটি পিসিআরের মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য।
পিডি/এমএসএইচ/এমএস