ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভাড়া বাড়লো অটোরিকশার

প্রকাশিত: ০৬:৪১ এএম, ০১ নভেম্বর ২০১৫

আজ থেকে কার্যকর হয়েছে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া। ঢাকা মহানগরীতে অটোরিকশার ভাড়া মিটার অনুযায়ী আদায়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

নির্দেশ অনুযায়ী প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ঠিক করা হয়েছে ৪০ টাকা, যা আগে ২৫ টাকা ছিল। এ ছাড়া প্রথম দুই কিলোমিটারের পরে প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। যানজট বা অন্য কোনো কারণে আটকে থাকলে প্রতি মিনিট বিরতির জন্য যাত্রীকে গুণতে হবে ২ টাকা করে, আগে যা ছিল ১ টাকা ৪ পয়সা। ভাড়া বাড়ানোর পাশাপাশি বেড়েছে চালকদের দৈনিক জমার পরিমাণও। মালিকের জমা বাবদ এখন থেকে দিতে হবে  ৯০০ টাকা, যা আগে ছিল  ৬০০ টাকা।

অটোরিকশা চালকরা মিটারে নির্ধারিত ভাড়ায় যাত্রী বহন  এবং অতিরিক্ত ভাড়া দাবি করছে কিনা তা পর্যবেক্ষণ করে  আইনগত ব্যবস্থা নিতে মেজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছে বিআরটিএ। নতুন ভাড়া কার্যকরের প্রথম দিন থেকেই ঢাকায় ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করবে বিআরটিএ।

এএস/জেডএইচ/এমএস