ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চকবাজারে ৪২ টন পলিথিন জব্দ, ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৭ আগস্ট ২০২০

রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোয়ারীঘাট এলাকার দেবীদাস লেনের তিনটি কারখানা ও ইমামগঞ্জের দুটি ট্রান্সপোর্ট এজেন্সিতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, দেবীদাস লেনের একই ভবনের রাফসান এন্টারপ্রাইজ, ভাই ভাই এন্টারপ্রাইজ ও রানা এন্টারপ্রাইজ ৩টি কারখানাতে অভিযান চালানো হয়। কারখানাগুলোতে প্রবেশ করতেই দেখা যায়, তারা উৎপাদন নিষিদ্ধ পলিথিন ও এর থেকে শপিংব্যাগ তৈরি করা হচ্ছে। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা তখন পরীক্ষা করে দেখেন, উৎপাদিত পলিথিনের পুরুত্ব ৫-১০ মাইক্রন। অথচ আইনানুযায়ী ৫৫ মাইক্রনের নিচে উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অপরাধে রাফসান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ফারুক, ভাই ভাই এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. সোহেল, কারিগর রাব্বি হোসেন, আরিফ হোসেন ও বাহার এবং রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো, বিল্লালকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়া এসব নিষিদ্ধ পলিথিন সারাদেশে বিপণনের অপরাধে মধুমতি ট্রান্সপোর্ট এজেন্সির ব্যবস্থাপককে ৬ মাস ও রহমানিয়া ট্রান্সপোর্ট এবং মধুমতি ট্রান্সপোর্টের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। অভিযানে পরিবেশ অধিদফতর ও র্যাব-১০ এর সদস্যরা সহযোগিতা করেন।

এআর/এমএসএইচ/পিআর