ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দীপনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি উপাচার্যের

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

প্রকাশনা প্রতিষ্ঠান ‘জাগৃতি’ প্রকাশনীর প্রকাশক ও ব্লগার ফয়সাল আরেফিন দীপন দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শনিবার সন্ধ্যায় উপাচার্য এক বিবৃতিতে দুর্বৃত্তদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। উপাচার্য ইতিপূর্বে শনিবার বিকেলে প্রগতিশীল বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়-এর আরেক প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে হত্যা প্রচেষ্টার হামলার ঘটনারও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

উপাচার্য বলেন, ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদকে প্রতিরোধ করার জন্যে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দীপনের পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফয়সাল আরেফিন দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে। তিনিও এ নৃশংস ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ‘জাগৃতি’ প্রকাশনীর স্বত্বাধিকারী দীপন ‘মুক্তমনা’ ব্লগের প্রতিষ্ঠাতা ও প্রগতিশীল বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়-এর গ্রন্থের আরেক প্রকাশক। শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগস্থ আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় কার্যালয়ে কয়েকজন দুষ্কৃতকারী তাকে হত্যা করে।

এমএইচ/বিএ