ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঘটনার সময় সচল ছিল সিসি ক্যামেরা

প্রকাশিত: ০৩:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০১৫

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যার সময় মার্কেটের সিসি ক্যামেরা সচল ছিল। আজিজ সুপার মার্কেটের সাংগঠনিক সম্পাদক মো. মুরসালিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মার্কেটের সকল পথ সিসি ক্যামেরার আওয়াতায় রয়েছে। ঘটনার সময় সকল সিসি ক্যামেরা সচল ছিল। পুলিশের কাছে ফুটেজগুলো হস্তান্তর করা হবে।

এদিকে, ক্রাইম সিন সংগ্রহে ঘটনা স্থলে পৌঁছেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মার্কেটের তৃতীয় তলার ১৩২ নম্বর দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এআর/এএইচ/আরআইপি

আরও পড়ুন