ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে এখনো তীব্র নয় বায়ু দূষণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৪ আগস্ট ২০২০

করোনা সংক্রমণের পর প্রায় সারাবিশ্বেই থেমে যায় কলকারখানা, যানবাহনের চাকা। ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। এর প্রভাবে তখন বায়ু দূষণও কমে এসেছিল। এখন বিশ্ব আবার আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। তবে তা পুরোপুরি সম্ভব হয়নি। ফলে এখনো সারাবিশ্বের মতো বাংলাদেশেও বায়ুর মান বেশ ভালো। এখন আগের মতো তীব্র বায়ু দূষণ নেই।

বায়ুদূষণ নিয়ে কাজ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার তথ্যমতে, বিশ্বের মধ্যে সর্বোচ্চ বায়ু দূষণ ইন্দোনেশিয়ার জাকার্তায়। যেখানে বায়ু দূষণের পরিমাণ ১৫২ পিএম২.৫। সেনসেটিভ মানুষের জন্য এই বায়ু ক্ষতিতর হলেও সুস্থ-সবলদের জন্য ক্ষতিকর নয়।

সেনসেটিভ মানুষদের জন্য ক্ষতিকর এমন বায়ু দূষণ রয়েছে চারটি শহরে। তবে তার মধ্যে বাংলাদেশ নেই। এই সময় দূষণের দিক থেকে ২১তম স্থানে ছিল বাংলাদেশ। এ সময় বাংলাদেশে দূষণের পরিমাণ ছিল ৭১পিএম২.৫। এই বায়ুকে বলা হয় ‘মডারেট’, যা মানুষের জন্য গ্রহণযোগ্য।

আইকিউএয়ারের দুপুর ১২টার তথ্যানুযায়ী, আজিমপুরে ১০৩, ঢাকায় ৭১, মানিকগঞ্জে ৬০, ত্রিশালে ৫৪, শ্রীপুরে ৫১, কুমিল্লায় ৪১ ও সাভারে বায়ু দূষণ ৫ পিএম২.৫।

অবশ্য দুপুরে দূষণের পরিমাণ কম থাকলেও সকালে ও সন্ধ্যার দিকে বেড়ে যায়।

পিডি/এসআর/পিআর