টুটুল ও তারেকের রক্তের প্রয়োজন
শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, তারেক রহিমকে বাঁচাতে রক্তের প্রয়োজন। তবে রনদীপম বসু আংশকামুক্ত। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক এ কথা জানিয়েছেন।
ঢামেকের চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ জানান, আমেদুর রশিদ চেীধরী টুটুলের মাথা, হাত এবং গালে কোপানোর চিহ্ন রয়েছে। তারেক রহীমের কোমরের বাম পার্শে গুলির চিহ্ন রয়েছে। এছাড়া তাকেও কোপানো হয়েছে। তাদের জন্য জরুরী ভিত্তিতে রক্ত প্রয়োজন। রক্সের গ্রুপ ও এবং বি পজেটিভ। তবে রনদীপম বসু আংশকামুক্ত।
এআর/এএইচ/আরআইপি