ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ১০:৫১ এএম, ৩১ অক্টোবর ২০১৫

অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘু চাপের সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। শনিবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- চট্টগ্রাম বন্দর, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ককতা সংকেত দেখাতে বলা হয়েছে। সব ধরনের মাছ নৌকা ও মাছ ধরার ট্রলারকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রাজশাহী এবং রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

একে/আরআইপি