একদিনে বিদেশ থেকে আসা ৪৯৭০ জনের স্বাস্থ্য পরীক্ষা
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিমান সমুদ্র ও স্থলবন্দর এবং রেলস্টেশনে বিদেশ থেকে আসা মোট ৪ হাজার ৯৭০ জনের যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মোট যাত্রীদের মধ্যে আন্তর্জাতিক বিমান বন্দরে সর্বোচ্চ সংখ্যক ৪ হাজার ১৯৮ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এছাড়া স্থলবন্দর সমূহ ৫৩৪ জন, সমুদ্র বন্দরসমূহে ২৩৮ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে কোনো যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ২১ আগস্ট পর্যন্ত সর্বমোট ৮ লাখ ৪৩ হাজার ৩২৭ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ লাখ ৪০ হাজার ৩৫ জনের, স্থলবন্দর সমূহে ৩ লাখ ৬৮ হাজার ৮২৭ জন, সমুদ্র বন্দরসমূহে ৩৩ হাজার ৪৩৬ জল এবং ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৭ হাজার ২৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত সর্বমোট ১৪ লাখ ২০ হাজার ৪৯৯ জলের নমুনা পরীক্ষা করে ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬১ জনের।
এমইউ/এমআরএম/এমএস