সাংবাদিক-আইনজীবীরাও দলীয় রাজনীতিতে জিম্মি
বিচার বিভাগের স্বাধীনতাকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হবে উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন বলেছেন, গণতন্ত্র রক্ষায় প্রথম সারির সৈনিক সাংবাদিক ও আইনজীবী। কিন্তু দুঃখের বিষয় তারাও আজ দলীয় রাজনীতিতে জিম্মি হয়ে পড়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়ে ‘পৃথকীকরণের আট বছর’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মঈনুল হোসেন বলেন, দলীয় রাজনীতি আজকে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যে সাংবাদিক ও আইনজীবী থেকে শুরু করে সবাই আওয়ামী লীগ ও বিএনপিতে বিভক্ত। আর এ কারণেই আজকে দেশের গণতন্ত্র অসহায় হয়ে পড়েছে।
আওয়ামী লীগ ও বিএনপি কোনো দলই বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মাথা ঘামায় না মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, বিচার বিভাগের মাধ্যমেই যেমন গণতন্ত্র হত্যা শুরু হয় তেমনিভাবে বিচার বিভাগ ধ্বংসের মাধ্যমেই স্বৈরশাসক সৃষ্টি হয়।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. এ আই মাহবুব উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দীন আহমেদের সঞ্চালনায় মুক্ত আলোচনা সভায় আরো অংশ নেন,মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান আমিরুল কবির চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সংগঠনের নির্বাহী পরিচালক মুহম্মাদ শফিকুর রহমান প্রমুখ।
এএস/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ