ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় করোনামুক্ত হলেন ৩২৫৩ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২০ আগস্ট ২০২০

দেশে করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার হার বাড়ছে। রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ২৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৯৯১ জনে। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা তিন হাজার ২৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৩১ জন, চট্টগ্রামে ২০৫, রংপুরে ২৯০, খুলনায় ৬০২, বরিশালে ১৭৩, রাজশাহীতে ৩৫৭, সিলেটে ৫৫৩ এবং ময়মনসিংহে ৪২ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। ১৪ হাজার ৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮৬৮ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭ হাজার ৫৫৬টি।

এছাড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৮২২ জনে।

এমইউ/এফআর/জেআইএম