ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৮ আগস্ট ২০২০

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি ও বিভিন্ন কোম্পানির সিমকার্ডসহ মো. নুরুল আমিন শহীন (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানাধীন এনএস রোড ব্লক-বি এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করে র‍্যাব-৩ এর একটি দল।

র‍্যাব-৩ স্টাফ অফিসার (অপস্ শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা জানান, কতিপয় অসাধু ব্যবসায়ী বিভিন্ন প্রকার অবৈধ সরঞ্জামাদি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভিওআইপির ব্যবসা পরিচালনা করে আসছে। এই সংবাদের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার দুপুরে সময় র‍্যাব-৩ এর একটি দল মোহাম্মদপুর থানাধীন বি ব্লকের এনএস রোডের একটি বাড়ির (বাড়ি নং-৩২/১) ৭তম তলায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার মূলহোতা নুরুল আমিনকে আটক করা হয়।

এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি তথা ৬৪টি অ্যান্টেনা, ৫১২ পোর্ট বিশিষ্ট সিমবক্স, ২৫৬ পোর্ট বিশিষ্ট সিমবক্স, রাউটার, মডেম, পেনড্রাইভ, সিম বেইসড পাওয়ার স্টীপ এবং বিভিন্ন মোবাইল কোম্পানির বিপুল পরিমাণ সিমকার্ড উদ্ধার করে। পরে সেখানে উপস্থিত হন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসাবাদে আটক নুরুল আমিন জানান, তিনি দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় বিনা অনুমতিতে অবৈধভাবে ভিওআইপির সরঞ্জামাদির এ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। নুরুল আমিনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

জেইউ/এমএসএইচ/এমকেএইচ