ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মারা গেলেন বিসিকের উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৮ আগস্ট ২০২০

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রংপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি পাঁচ ভাই, এক বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিসিক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তামান্না রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। এক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তামান্না রহমান গত ৭ আগস্ট থেকে নিউমোনিয়াজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং পরে করোনাভাইরাস পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

তিনি ১৯৬৪ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ইউডিপি প্রকল্পে সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে উপ-ব্যবস্থাপক হিসেবে রাজস্ব খাতে আত্মীকরণের মাধ্যমে নিয়মিত হন।

এমইউএইচ/এইচএ/এমকেএইচ