ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৎস্য কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৭ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিসিএস মৎস্য ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তা ও মৎস্য অধিদফতরের খুলনার কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো. নাজমুল হাসান।

সোমবার (১৭ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাজমুল হাসান রোববার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সচিব উভয়ই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরএমএম/এএইচ/এমকেএইচ