বিটিআরসি’র ডিজি হলেন এহসানুল কবীর
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর।
এহসানুল কবীরকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অপরদিকে মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ছিলেন।
বিটিআরসিতে বর্তমানে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, দুজন কমিশনার (পদ তিনটি) এবং পাঁচজন ডিজি রয়েছেন।
আরএমএম/এসএইচএস/এমকেএইচ