ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফাঁকা পড়ে আছে করোনা হাসপাতালের ৭০ শতাংশ বেড

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৬ আগস্ট ২০২০

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালগুলোতে ৭০ শতাংশ বেডেই নেই রোগী। অর্থাৎ শতকরা ৩০টি বেডে রোগী ভর্তি থাকলেও ফাঁকা পড়ে আছে ৭০টি।

রাজধানীসহ সারাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১৫ হাজার ২৫৫টি সাধারণ বেড এবং ৫৪৩টি আইসিইউ বেড রয়েছে। সব মিলিয়ে বেডের সংখ্যা ১৫ হাজার ৭৯৮টি। বর্তমানে সাধারণ বেডে ৪ হাজার ৩৮৫ এবং আইসিইউ বেডে ৩২৪ জন রোগী ভর্তি রয়েছে। মোট রোগী ভর্তি আছে ৪ হাজার ৭০৯টি বেডে। ফলে সারাদেশে ১০ হাজার ৮৭০টি সাধারণ বেড এবং ২১৯টি আইসিইউ বেড খালি পড়ে আছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মোট ১৫ হাজার ৭৯৮টি বেডের মধ্যে রাজধানী ঢাকায় ৭ হাজার ৩৭টি সাধারণ বেড এবং ৩০৫টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে সাধারণ বেডে ২ হাজার ২৫৬ এবং আইসিইউ বেডে ২১৮ জন রোগী রয়েছেন। ফলে রাজধানী ঢাকায় সাধারণ বেড ৪ হাজার ৭৮১টি এবং ৮৭টি আইসিইউ বেড খালি রয়েছে।

চট্টগ্রাম মহানগরে সাধারণ বেডের সংখ্যা ৭৮২ এবং আইসিইউ বেডের সংখ্যা ৩৯টি। সাধারণ বেডে ২৫০ এবং আইসিইউ বেডে ২০ জন রোগী রয়েছেন।

এছাড়া অন্যান্য হাসপাতালে ৭ হাজার ৪৩৬টি সাধারণ বেড এবং ১৯৯টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে সাধারণ বেডে এক হাজার ৮৭৯ জন এবং আইসিইউ বেডে ৮৬ জন রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ ১৬ আগস্ট পর্যন্ত ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৭ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

এমইউ/এফআর/পিআর