ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একদিনে কোন বিভাগে কত রোগী সুস্থ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৫ আগস্ট ২০২০

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ।

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠা এক হাজার ১২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯২ জন, চট্টগ্রামে ৭৫, রংপুরে ৪৪, খুলনায় ১৩৭, বরিশালে ২৯, রাজশাহীতে ১০৮ এবং সিলেটে ২৭ জন সুস্থ হন।

১৫ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে করোনা আক্রান্তের মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনে।

এমইউ/এমআরএম/জেআইএম