করোনায় কোন বিভাগে কতজনের মৃত্যু
রাজধানীসহ সারাদেশে ১৫ আগস্ট পর্যন্ত করোনায় ৩ হাজার ৬২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৬৫ জন (৭৯.০৩ শতাংশ) এবং নারী ৭৬০ জন (২০ দশমিক ৯৭ শতাংশ)
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, করোনায় মোট মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৩৪, খুলনা বিভাগে ২৮৬, রাজশাহী বিভাগে ২৩৪, বরিশাল বিভাগে ১৩৯, সিলেট বিভাগে ১৭২, রংপুর বিভাগে ১৪৬ ও ময়মনসিংহে ৮০ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুই, পঞ্চাশোর্ধ্ব ৯, ষাটোর্ধ্ব ২২ জন।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত শনাক্তে মোট ১৩ লাখ ৪১ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষা করে ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় মোট মৃত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৬২৫ জনে দাঁড়িয়েছে।
এমইউ/এমআরএম/জেআইএম