ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৪ ঘণ্টায় সুস্থ ১১১৭ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১২ আগস্ট ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ৮৯ জনে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯৯৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। দেশে সবমিলিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫১৩ জনে।

এমইউ/এমএসএইচ/পিআর