ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০২ এএম, ১২ আগস্ট ২০২০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

শহীদুল হক নিজেই জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘২/৩ তারিখের দিকে আমার করোনা শনাক্ত হয়। এরপরই ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি আল্লাহর রহমাতে ভালো আছি, কোনো জটিলতা নেই।’

শহীদুল হক ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান। ২০১৮ সালের ৩০ জুলাই তিনি সিনিয়র সচিব হন। ওই বছরের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হয়। এরপর তিনি চুক্তিতে আরও এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএমএম/এনএফ/জেআইএম