ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা শনাক্তে যুক্ত হলো আরও একটি পরীক্ষাগার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২১ পিএম, ১১ আগস্ট ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে আরও একটি আরটি-পিসিআর পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। বেসরকারি পর্যায়ে ঢাকার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মিরপুর শাখায় পরীক্ষাগারটি স্থাপিত হয়েছে।

এ নিয়ে বর্তমানে মোট করোনা পরীক্ষাগারের সংখ্যা দাঁড়ালো ৮৬টি। গত ২৪ ঘণ্টায় সবগুলো পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন আরও ৩৩ জন। ফলে করোনায় মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৭১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯৯৬ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬৩ হাজার ৫০৩।

পিডি/এমএসএইচ/এমএস