করোনায় আক্রান্ত পাট মন্ত্রণালয়ের ৪ কর্মকর্তা-কর্মচারী
পাট মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কোভিড-১৯ সম্পর্কিত বিষয়ে গঠিত কুইক রেসপন্স টিমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসনের কাছে উপস্থাপন করা প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোসা. নূরে জান্নাত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। প্রশাসনিক কর্মকর্তা কামরুন নাহারও আক্রান্ত হন।
এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. নুরুদ্দিন ২০ জুলাই এবং উপসচিব (বস্ত্র-২) হুমায়ুন কবির ২৯ জুলাই কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
বাংলাদেশে করোনা পরিস্থিতি
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৩৯ জনের প্রাণ। ফলে করোনায় মোট মারা গেলেন তিন হাজার ৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯০৭ জনের মধ্যে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৬০ হাজার ৫০৭।
বৈশ্বিক পরিস্থিতি
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ২৫ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ৩৯ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ৩১ লাখ ছাড়িয়েছে।
আরএমএম/বিএ/জেআইএম