ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৃতের ৯৪৭ জনই ৫১ থেকে ৬০ বছর বয়সী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৬ আগস্ট ২০২০

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। আজ ৬ আগস্ট পর্যন্ত মোট ১২ লাখ ১২ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হয়।

এ পর্যন্ত সর্বমোট তিন হাজার ৩০৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছর বয়সী ১৮ জন, ১১ থেকে ২০ বছরের ৩৩, ২১ থেকে ৩০ বছরের ৮৭, ৩১ থেকে ৪০ বছরের ২১৪, ৪১ থেকে ৫০ বছরের ৪৫৮, ৫১ থেকে ৬০ বছরের ৯৪৭ এবং ৬০ বছরের বেশি এক হাজার ৫৪৯ জন মারা গেছেন।

সর্বশেষ ল, গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৫১ থেকে ৬০ বছরের এবং ৬০ বছরের বেশি বয়সী ২৩ জন মারা যান।

এমইউ/এফআর/এমকেএইচ