ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনা পরীক্ষায় রাঙ্গামাটিতে বসুন্ধরার পিসিআর ল্যাব চালু

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৬ আগস্ট ২০২০

রাঙ্গামাটি সদর হাসপাতালে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে নির্মিত পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি থেকে ল্যাবের উদ্বোধন করেন রাঙ্গামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবির, দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সচিব পবন চৌধুরীসহ অন্যরা ল্যাবের সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

রাঙ্গামাটি করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, ল্যাবটি পরিচালনা করার জন্য একজন ভাইরোলজিস্ট এবং তিনজন মেডিকেল ল্যাব সহকারী নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ল্যাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আউটসোর্সিং প্রকল্পের মাধ্যমে স্বল্পমেয়াদি কিছু লোকবল নিয়োগ দেয়া হবে।

ডা. মোস্তফা আরও বলেন, ল্যাবের উদ্বোধন হলেও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরও কয়েক দিন লাগতে পারে। তবে প্রাথমিকভাবে সব কাজ শেষ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনে দীর্ঘদিনের দাবি ছিল দুর্গম এ জেলার বাসিন্দাদের। কারণ এখান থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো কষ্টসাধ্য ব্যাপার। বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে আসে বসুন্ধরা গ্রুপ।

গত ২৬ জুন সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনা, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধান ও পরিবীক্ষণ সংক্রান্ত সমন্বয় সভা হয়। পবন চৌধুরীর উপস্থিতিতে সভার শুরুতে ল্যাব স্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৬৯ লাখ টাকার চেক রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে তুলে দেয়া হয়।

এইচএ/এমকেএইচ