ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লেবাননে দেড় লাখ বাংলাদেশি আতঙ্কে : রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২০

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় দেশটিতে অবস্থান করা প্রায় দেড় লাখ বাংলাদেশি আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন সেখানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।

বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গতকাল বিকেল আনুমানিক ৬টায় লেবানন সমুদ্রবন্দরে অতিউচ্চক্ষমতা সম্পন্ন দুটি বিস্ফোরণ সংঘটিত হয়। এ বিস্ফোরণে লেবাননের জানমাল ও স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছেএ পর্যন্ত ১০০ জনের মতো লোক মারা গেছেন। আর চার হাজারের অধিক লোক আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘লেবাননে প্রায় দেড় লাখ বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশায় কর্মরত। এ ঘটনায় চার বাংলাদেশি মারা গেছেন। এছাড়াও ৯৯ জন লোক আহত হয়েছেন। তাদের মধ্যে আটজন রফিক হারিরি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা যাতে ভালো হয়, দূতাবাসের তরফ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করছি।’

রাষ্ট্রদূত বলেন, ‘যেখানে বিস্ফোরণ হয়েছে, সমুদ্রবন্দরে আমাদের নৌবাহিনীর একটি জাহাজ, যেটি ইউনিফিলে কর্মরত ছিল এবং বিস্ফোরণস্থল থেকে এর দূরত্ব ছিল ২০০ গজ। আমরা ঘটনা জানার সাথে সাথে আমি আমার কর্মকর্তা ও দূতাবাসের কর্মচারীরা অতিদ্রত সমুদ্রবন্দরে চলে যাই বিএনএস বিজয় জাহাজের কাছে। জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি। দেখতে পাই জাহাজের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, এছাড়াও কর্মকর্তা ও নাবিক মিলে প্রায় ২১ জনের মতো বিভিন্ন ধরনের আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা বেশ খারাপ ছিল। দুইজন মাথায় আঘাতপ্রাপ্ত হন। আমি আমার কর্মকর্তা দিয়ে দুইজনকে আমেরিকান হাসপাতালে পাঠাই। তাদের চিকিৎসা দেয়া হয়। একজনের অবস্থা স্থিতিশীল হওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়। একজন এখনও গুরুতর। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আমরা দূতাবাসের মাধ্যমে ইউনিফিলের সঙ্গে যোগাযোগ করে ছয়জন কর্মকর্তাকে হেলিকপ্টার করে এবং বাকি ১০ জনকে সড়কপথে জাতিসংঘ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বলেন, লেবাননের এ পরিস্থিতি আমাদের প্রধানমন্ত্রী সবসময় হালনাগাদ তথ্য নিচ্ছেন। সেই সঙ্গে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিচ্ছেন। যাতে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখানে ভালো থাকে, তাদের সুচিকিৎসা প্রদান করা এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আমাদের সঙ্গে অনেকবার কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ থেকে কোনো চিকিৎসা বা খাদ্যসহায়তা পাঠানো যায় কি না।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশ থেকে যদি চিকিৎসা বা খাদ্যসহায়তা এখানে আসে তবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং লেবাননের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এছাড়া আমরা পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। লেবাননে বর্তমান পরিস্থিতি বেশ থমথমে। সবাই বেশ আতঙ্কগ্রস্ত। বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, তারাও আতঙ্কগ্রস্ত। আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। যাতে আমরা এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারি। লেবাননে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বাংলাদেশ দূতাবাসও তাদের সঙ্গে একাত্বতা ঘোষণা করছে।’

জেপি/বিএ

টাইমলাইন

  1. ১১:১৬ এএম, ১২ আগস্ট ২০২০ লেবানন থেকে ফিরলেন ৭১ বাংলাদেশি
  2. ০৯:৪৬ পিএম, ১০ আগস্ট ২০২০ লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ
  3. ০৫:৪০ পিএম, ১০ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণে নিহত বেড়ে ২২০, নিখোঁজ আরও শতাধিক
  4. ১২:৩০ পিএম, ০৯ আগস্ট ২০২০ বৈরুতের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের বৈঠক
  5. ০৮:৫৪ পিএম, ০৮ আগস্ট ২০২০ বিক্ষোভে উত্তাল বৈরুত, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  6. ১২:৪৩ পিএম, ০৮ আগস্ট ২০২০ বৈরুতের গুদামে ক্ষেপণাস্ত্র মজুদের কথা অস্বীকার হিজবুল্লাহর
  7. ১১:৩১ এএম, ০৮ আগস্ট ২০২০ লেবাননে যাচ্ছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট
  8. ০৮:৪১ এএম, ০৭ আগস্ট ২০২০ বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ
  9. ০১:৫০ এএম, ০৭ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
  10. ০৮:৫৮ পিএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণের আগে নেতানিয়াহুর টুইট, জল্পনা তুঙ্গে
  11. ০৭:৩০ পিএম, ০৬ আগস্ট ২০২০ পরিবারে সচ্ছলতা আনতে লেবানন, বিস্ফোরণে মৃত্যু
  12. ০৭:২৯ পিএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণ : ১২ বছর ছেলেকে দেখেননি মেহেদীর বাবা
  13. ১২:৫৪ পিএম, ০৬ আগস্ট ২০২০ লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ
  14. ১১:০৪ এএম, ০৬ আগস্ট ২০২০ লেবাননে গুরুতর আহত নৌসদস্য এখন শঙ্কামুক্ত
  15. ১০:০০ এএম, ০৬ আগস্ট ২০২০ অ্যামোনিয়াম নাইট্রেট ট্র্যাজেডির প্রথম শিকার নয় বৈরুত
  16. ০৮:৫০ এএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে দায়ী সন্দেহভাজন কর্মকর্তারা গৃহবন্দী
  17. ০৩:২৪ এএম, ০৬ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণ : নিহত বেড়ে ১৩৫, আহত ৫ হাজার
  18. ০৩:১১ এএম, ০৬ আগস্ট ২০২০ মায়ের জমানো টাকায় লেবানন পাঠানো হয় মিজানুরকে
  19. ১১:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২০ লেবাননে দেড় লাখ বাংলাদেশি আতঙ্কে : রাষ্ট্রদূত
  20. ১১:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৪, আহত ৯৯
  21. ১০:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতের বিস্ফোরণে ব্রাহ্মণবাড়িয়ার আরেক তরুণের মৃত্যু
  22. ০৭:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২০ ৬ বছর ধরে ‘বিপদের’ কথা জানত লেবানিজ প্রশাসন
  23. ০৬:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২০ বিস্ফোরণে ধূলিসাৎ বৈরুতের অর্ধেক, ঘরহারা ৩ লাখ
  24. ০৫:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে হামলার কোনও লক্ষণ নেই: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়
  25. ০৫:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে তিন বাংলাদেশির মৃত্যু
  26. ০৪:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০২০ লকডাউনে লেবাননে আটকা, বিস্ফোরণে মৃত্যু
  27. ০২:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২০ পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল বৈরুত বিস্ফোরণ, নানা প্রশ্ন
  28. ০১:৪৯ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ২
  29. ১২:৫৮ পিএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুত বিস্ফোরণে নিহত বেড়ে ১০০
  30. ১১:৪১ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত
  31. ১১:০৬ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণ, ‘নারকীয় ধ্বংসযজ্ঞ’ বলছেন প্রত্যক্ষদর্শীরা
  32. ১০:৫৪ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত
  33. ০৯:০৪ এএম, ০৫ আগস্ট ২০২০ লেবাননের পাশে অনেকে, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  34. ০৮:২৩ এএম, ০৫ আগস্ট ২০২০ লেবাননে বিস্ফোরণে কয়েকজন বাংলাদেশি আহত
  35. ০২:৫০ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে জোড়া বিস্ফোরণে নিহত ৭৮, আহত প্রায় ৪০০০
  36. ০১:২৮ এএম, ০৫ আগস্ট ২০২০ বৈরুতে জোড়া বিস্ফোরণ, আহত চার শতাধিক হাসপাতালে
  37. ১১:৩৬ পিএম, ০৪ আগস্ট ২০২০ বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, বহু মৃত্যুর শঙ্কা