ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় মৃত ১৩৭ জনের বয়স ৩০ এর নিচে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৫ আগস্ট ২০২০

দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ২৬৭ জন মারা গেছেন। এর মধ্যে ৩০ বছরের নিচের মারা গেছেন ১৩৭ জন।

বুধবার (৫ আগস্ট) ‍দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘শূন্য থেকে ১০ বছরের ১৮ জন, ১১ থেকে ২০ বছরের ৩২ জন, ২১ থেকে ৩০ বছরের ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছরের ২১৪ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের ৯৩৮ জন এবং ৬০ বছরের অধিক বয়সের এক হাজার ৫২৬ জন।’

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬। একই সময়ে আরও ২ হাজার ৬৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪১ হাজার ৭৫০ জনে।

পিডি/এফআর/এমকেএইচ