ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় প্রাণ গেল আরও এক চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৪ আগস্ট ২০২০

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিশিষ্ট অর্থপেডিক সার্জন অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (৩ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিকস সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী।

আবু আজাদ/বিএ/এমএস