উপসর্গ থাকলে করোনা পরীক্ষা করাতে ফের অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের
করোনার যেকোনো ধরনের লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষা করাতে ফের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (৩ আগস্ট) দুপুরে নিয়মিত বুলেটিনে এ অনুরোধ জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনা পরীক্ষা করাতে ফি আরোপ করার পর থেকে নমুনা পরীক্ষা ও শনাক্ত কমে যায়। ফি নেয়া বন্ধ না করলেও উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার অনুরোধ জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদফতর।
আজকের ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, ‘অনুরোধ করবো, আপনারা যেকোনো ধরনের লক্ষণ-উপসর্গ থাকলে অবশ্যই নমুনা পরীক্ষার জন্য আসবেন এবং পরীক্ষা করাবেন। নমুনা পরীক্ষা করার মাধ্যমেই আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারি। যারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তাদেরও শনাক্ত করতে পারি। কাজেই আপনাদের সহায়তা ছাড়া এই রোগ প্রতিরোধ সম্ভব নয়। আমরা যেমন স্বাস্থ্যবিধি মেনে চলবো, তেমনি নমুনা পরীক্ষা করাতেও সবাই সহায়তা করবো। যাদের নমুনা পরীক্ষা করা দরকার আপনারা থানা, উপজেলা, জেলা, বিভাগ– সব জায়গায় নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। আপনারা নমুনা পরীক্ষা করাবেন।’
স্বাস্থ্য অধিদফতরের আজকের বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৮৪।
পিডি/এনএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ২ হজযাত্রী নিবন্ধনের সময় শেষ, মঙ্গলবারও টাকা জমা দেওয়া যাবে
- ৩ বিজয় দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- ৪ ধ্বংসাত্মক উন্নয়ন এড়িয়ে টেকসই উন্নয়নের পথে চলছে সরকার
- ৫ ‘আমরা আদৌ দুর্নীতিমুক্ত কি না সেটা প্রকাশ্যে থাকা উচিত’