তিন কার্টন স্বাস্থ্য সরঞ্জাম জব্দ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সিটি করপোরেশন মার্কেটের একটি দোকান থেকে তিন কার্টন স্বাস্থ্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরিফ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশের সহায়তায় সরঞ্জামগুলো জব্দ করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর থেকে পাচার হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে অভিযানে ছিল তারা। দুপুরে হাসপাতাল সংলগ্ন কার্টনের দোকান থেকে জেএমআই কোম্পানির দুই কার্টনে ১৮০০ পিস হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়; যার মূল্য ৪০ হাজার টাকা। এছাড়া এক কার্টন ক্যাথেডার উদ্ধার করা হয়; যার মূল্য ১০ হাজার টাকা।
দোকান মালিক সোবহানের ভাই মুরাদ ঢামেক হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন। তার সহায়তায় সরঞ্জামগুলো দোকানে যায় বলে ধারণা করছে জাতীয় গোয়েন্দা সংস্থা।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মুন্সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় কার্টনের দোকান থেকে আরিফ (২০) নামে একজনকে আটক করা হয় এবং কিছু সরঞ্জাম জব্দ করা হয়। তবে সরঞ্জামের গায়ে ডিএমসির সিল পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সিল মারার আগেই পাচার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, জব্দকৃত সরঞ্জামগুলো জেএমআই কোম্পানির হলেও আমাদের হাসপাতালের কোনো লোগো ছিল না। এটা আমাদের হাসপাতালের কিনা সেটা যাচাই-বাছাই করতে হবে। যদি আমাদের হাসপাতাল থেকে পাচার হয়, আর কোনো কর্মচারী জড়িত থাকে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢামেক/এনএফ/পিআর