শেষ হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট
বুধবার সকাল পর্যন্ত বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট যোগে ৯৮ হাজার ২শ’ ১৫ জন হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিরা রাতের মধ্যে দেশে ফেরার কথা। চলতি বছর বাংলাদেশ থেকে ৭শ’ ৮৩টি হজ এজেন্সির মাধ্যমে সর্বমোট এক লাখ ৬ হাজার ৫শ’ ৫০ জন হাজী হজব্রত পালন করেছেন।
মিনা ট্র্যাজেডিতে ১শ’ ৩৭ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন। এদের মধ্যে ৯৬ জন নিহত হাজির লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ৫৩ জন হাজি এখনো নিখোঁজ রয়েছেন।
বুধবার গভীর রাতে বিমানের সর্বশেষ হজ ফ্লাইট (বিজি-৬০৮৪) জেদ্দা থেকে এবং সাউদিয়া এয়ারলাইন্সের (এস ভি-৫৩০০) মদিনা থেকে আট শতাধিক হাজী নিয়ে দেশে পৌঁছার কথা রয়েছে। সৌদি সরকার বুধবার রাতেই জেদ্দা আন্তর্জাতিক হজ টার্মিনাল বন্ধ করে দেবে।
মঙ্গলবার রাতে জেদ্দা হজ টার্মিনাল থেকে মৌসুমী হজ অফিসার মো. আনোয়ার হোছাইন টেলিফোনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সৌদি সরকার আজকের মধ্যে সকল দেশের হাজিদের স্ব-স্ব দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে।
আজকের পর কোনো দেশের হাজি সৌদি আরবে থেকে গেলে তাদের বিরুদ্ধে এক লাখ রিয়াল জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে।
আরএম