দুর্যোগ মোকাবেলায় এমপিদের সম্পৃক্তের আহ্বান
দুর্যোগ মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ কাজে এমপিদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
জাতীয় সংসদ ভবনে বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তারা এই পরামর্শ দেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর সভাপতিত্বে সেমিনারে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, জাতীয় প্রকল্প পরিচালক, দেশি এবং বিদেশি বিশেষজ্ঞরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।
বিল্ড ব্যাক বেটার পদ্ধতি অনুসরণ করে দূর্যোগ টেকসই ও উন্নয়নের ক্ষেত্রে সুযোগ সৃষ্টিতে করণীয় শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী।
প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশ দূর্যোগ মোকাবেলায় বিশ্বের রোল মডেল। টেকসই দূর্যোগ মোকাবেলায় আমাদের সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে এবং তাদের সহায়তায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। তারা দূর্যোগ মোকাবেলায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার পাশাপাশি সরকারকে এ খাতে বাজেট বাড়ানোরও সুপারিশ করেন।
এইচএস/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ বছর পর দেশে ফিরলেন রবিউল, বাবাকে ছুঁয়ে দেখলো তিন সন্তান
- ২ গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসা জরুরি
- ৩ সাবেক মুখ্যসচিব তোফাজ্জলের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে
- ৪ পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পটে রূপ দিতে চাই
- ৫ সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত ষড়যন্ত্র: জাতীয় নাগরিক কমিটি