ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উন্নয়নের পথচলায় আমাদের পাশে থাকবে ভারত : পলক

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৭ জুলাই ২০২০

নাটোরে লালবাজারে জয়কালী দেবীর পুনর্নির্মিত মন্দির উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সোমবার (২৭ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নাটোরকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলবো। এই উন্নয়নের লক্ষ্যে পথচলায় ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে বন্ধুপ্রতিম দেশ ভারত।

সফটওয়্যার শিল্পে বাংলাদেশের যে অগ্রগতি তাকে কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

হাইকমিশনার বলেন, ভারতীয় হাইকমিশন নাটোরের জয়কালী মন্দিরের সংস্কারকাজে সহায়তা করতে পেরে আনন্দিত। এই মন্দিরটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মন্দির। আমাদের অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে ভারত বাংলাদেশের প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার, যা আমাদের জনগণের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করে।

৩০০ বছরের পুরনো মন্দিরটি পুনর্নির্মাণের জন্য ২০১৬ সালের ২৩ অক্টোবর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ভারত সরকারের ৯৭ লাখ টাকা অনুদান এবং হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টস (এইচআইসিডিপি) স্কিমের আওতায় মোট এক কোটি ৩৩ লাখ টাকা অর্থায়নে এই নির্মাণ কাজ বাস্তবায়ন করে মন্দির কমিটি।

জেপি/এইচএ/এমকেএইচ