ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে কাস্টম কর্মচারীকে মারধর, ৫ আনসার সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৬ জুলাই ২০২০

 

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কম্পিউটার অপারেটর সাফিউল আলম। এ ঘটনায় অভিযুক্ত পাঁচ আনসার সদস্যকে ক্লোজড করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম কাস্টম হাউসে এ ঘটনা ঘটে।

কাস্টম মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রতিদিনের মতো আজ সকালে কাস্টম হাউসে ঢোকার সময় আনসার সদস্যরা কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড পরীক্ষা করছিল। সে সময় কাস্টম হাউসের কম্পিউটার অপারেটর সাফিউল আলম জানান- তার কার্ড অফিসেই আছে, আনিয়ে নিচ্ছেন।

মিজানুর রহমান বলেন, বহিরাগত অনেককে কার্ড না দেখিয়ে ঢুকতে দেয়া হলেও সামিউলকে আটকে দেয়া হয়। কথাকাটাকাটির জেরে পাঁচ আনসার সদস্য তাকে মারধর শুরু করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রশাসন) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত আনসারদের ক্লোজড করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে।

আবু আজাদ/বিএ/এমকেএইচ